ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ধীরগতিতে চলছে গাড়ি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, আগস্ট ১, ২০২১
বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ধীরগতিতে চলছে গাড়ি

সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ১৪ কিলোমিটারসহ সিরাজগঞ্জের বিভিন্ন রুটে ধীরগতিতে চলছে যানবাহন। ঢাকা ও উত্তরবঙ্গগামী উভয় লেনেই যানবাহনের চাপ থাকায় কখনো যানজট আবার কখনো ধীরগতি রয়েছে।

 

রোববার (১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ১০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট সৃষ্টি হয়। এ সময় চরম দুর্ভোগে পড়ে উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী যাত্রীরা। বিকেলের দিকে যানজটের তীব্রতা কমে এলেও কচ্ছপের গতিতে চলছে গাড়ি।  

স্থানীয় সূত্র জানায়, কড্ডার মোড় থেকে সয়দাবাদ গোলচত্বর পর্যন্ত একেবারে অচলাবস্থায় রয়েছে মহাসড়ক। হাজার হাজার যানবাহন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে। ২ মিনিট পিঁপড়ার মতো গাড়ি চলার পর ১০ মিনিট দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।  

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক আব্দুল কাদের বাংলানিউজকে বলেন, ঢাকামুখী লেনে যাত্রীবাহী ও উত্তরবঙ্গগামী লেনে ফিরতি গাড়ির প্রচুর চাপ রয়েছে। সকাল থেকেই কখনো ধীরগতি, কখনো যানজট ছিল। তবে জরাজীর্ণ নলকা সেতুকে কেন্দ্র করেই এমন দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। নলকা সেতুর পূর্বপাশে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ঢাকামুখী লেনে হাজার হাজার পরিবহন দাঁড়িয়ে বা মন্থর গতিতে চলাচল করছে। অপরদিকে, নলকা সেতুর পশ্চিম দিকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত উত্তরবঙ্গগামী লেনে একই অবস্থা বিরাজ করছে।  

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বাংলানিউজকে বলেন, সেতুর পশ্চিম গোলচত্বর থেকে কড্ডা পর্যন্ত দফায় দফায় যানজট সৃষ্টি হচ্ছে। বর্তমানে ধীরগতি রয়েছে। পুলিশ যানজট নিরসনে কাজ করছে।  

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, আগস্ট ০১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।