ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বৃষ্টি-জোয়ারে বরিশালে মৎস্যখাতে ২২ কোটি টাকার ক্ষতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, আগস্ট ১, ২০২১
বৃষ্টি-জোয়ারে বরিশালে মৎস্যখাতে ২২ কোটি টাকার ক্ষতি ...

বরিশাল: টানা বৃষ্টিপাত ও প্রবল জোয়ারের ফলে বরিশাল বিভাগে ১২ হাজার ১৪৩টি পুকুর ও ঘের প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে মৎস্য চাষিদের। কোটি কোটি টাকা ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাদের।

শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তর থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এই দপ্তরের উপ-পরিচালক আনিছুর রহমান তালুকদার বলেন, অতিবৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের কারণে পুকুর ও ঘের প্লাবিত হওয়ায় বরিশাল বিভাগের চার জেলায় মৎস্য খাতে ব্যাপক ক্ষতি হয়েছে।

পিরোজপুরে ৮১০টি পুকুর ও ঘের প্লাবিত হয়ে ১ কোটি ১১ লাখ টাকা, বরগুনায় ছয় হাজার ৩৪টি পুকুর ও ঘের প্লাবিত হয়ে ৩ কোটি ২০ লাখ টাকা, পটুয়াখালীতে পাঁচ হাজার ৩৫টি পুকুর ও ঘের প্লাবিত হয়ে ১৮ কোটি টাকা এবং ভোলায় ৫৫টি পুকুর ও ঘের প্লাবিত হয়ে ২১ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সব মিলিয়ে ১২ হাজার ১৪৩টি (১ হাজার ৭০২ হেক্টর) পুকুর ও ঘের মিলিয়ে ২২ কোটি ৫২ লাখ টাকার ক্ষতি হয়েছে মৎস্য খাতে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, আগস্ট ০১, ২০২১
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।