ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল ট্রাফিক পুলিশের

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, আগস্ট ১, ২০২১
রাজধানীতে মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল ট্রাফিক পুলিশের ট্রাফিক কনস্টেবল হেলাল

ঢাকা: রাজধানীর শেরে বাংলা নগর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে মাইক্রোবাসের চাপায় হেলাল (৫০) নামে এক ট্রাফিক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।   

রোববার (১ আগস্ট) দুপুর পৌনে ১২টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে  সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত হেলালের বাড়ি গাজিপুরের কালিয়াকৈর থানায়। তিনি ট্রাফিক তেজাগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনে কর্মরত ছিলেন।
  
এ বিষয়ে কথা হলে ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) সাহেদ আল মাসুদ জানান, সকালে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনের রাস্তায় দায়িত্বরত অবস্থায় ছিলেন হেলাল। হাসপাতালের সামনে একটি মাইক্রোবাসকে থামার সিগনাল দেন। এসময় চালক গাড়িটি থামলেও পরক্ষণেই বেপরোয়া গতিতে তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গেলে গাড়িটি তাকে চাপা দিয়ে চালিয়ে যায়।  

তিনি আরো জানান, তাৎক্ষণিকভাবে সিলভার রঙের ঘাতক মাইক্রোবাসটি আটক করা যায়নি। গাড়িটি আটকের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, আগস্ট ০১, ২০২১
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।