ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, আগস্ট ১, ২০২১
সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি বাড়ছে যমুনার পানি। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: হঠাৎ করেই যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জের সদরে ৫ সেন্টিমিটার ও কাজিপুর পয়েন্টে ৩ সেন্টিমিটার পানি বেড়েছে।

আগামী ৪/৫ দিন পানি বাড়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।  

রোববার (১ আগষ্ট) সকালে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ হার্ডপয়েন্ট এলাকায় রেকর্ড করা হয় ১১ দশমিক ৪৯ সেন্টিমিটার। ২৪ ঘণ্টায় ৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৮৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে কাজিপুর পয়েন্টে রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ সেন্টিমিটার। ২৪ ঘণ্টায় ৩ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ২২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।  

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, প্রায় দুই সপ্তাহ ধরে কমতে থাকার পর হঠাৎ করেই আবার বাড়তে শুরু করেছে যমুনার পানি। আগামী ৪/৫ দিন পানি বাড়া অব্যাহত থাকবে। তবে বন্যার শঙ্কা নেই।  

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, আগস্ট ০১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।