ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নওগাঁয় শিশু নির্যাতনকারী সেই নৈশ্যপ্রহরী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
নওগাঁয় শিশু নির্যাতনকারী সেই নৈশ্যপ্রহরী আটক

নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সেই নৈশপ্রহরীকে আটক করেছে থানা-পুলিশ।

শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলার শিকারপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক নৈশপ্রহরীর নাম বকুল হোসেন (৫০)। তিনি নওগাঁ সদর উপজেলার শিকারপুর গ্রামের বাসিন্দা। সন্ধ্যার কিছু আগে বকুলকে আটক করা হয়। এ ঘটনার পর থেকেই তিনি তার নিজ বাড়িতে লুকিয়ে ছিল।

>>>মোবাইল চুরির অপবাদে হাত-পা বেঁধে শিশুকে নির্যাতন

এর আগে, সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশে বাগাচারা এলাকায় নির্মাণাধীন একটি অটো গ্যাস ফিলিং স্টেশনের সাইট অফিসে স্থানীয় এক শিশুকে নির্যাতন করেন বকুল। শিশুটির হাত-পা রশি দিয়ে বেঁধে লাঠি ও লোহার রড দিয়ে মারপিট করেন তিনি। এরপর হাত-পা বাঁধা অবস্থায় শিশুটিকে বন্দি করে রাখা হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় থানায় রাতেই মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad