ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে মৌমাছির কামড়ে এক ব্যক্তির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
গাজীপুরে মৌমাছির কামড়ে এক ব্যক্তির মৃত্যু

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার লোহাগাছ এলাকায় মৌমাছির কামড়ে শ্রী গোপাল চন্দ্র কোচ (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

শুক্রবার (৩০ জুলাই) দুপুরের দিকে নিহতের নিজ বাড়ির পাশের জঙ্গলে মৌমাছির কামড়ে তার মৃত্যু হয়।

 

নিহত শ্রী গোপাল চন্দ্র কোচ শ্রীপুর উপজেলার লোহাগাছ এলাকার গেরেন্দ্র চন্দ্র কোচের ছেলে। তিনি কৃষিকাজ করতেন।  

নিহতের প্রতিবেশী প্রকৌশলী কাজী মিজানুর রহমান জানান, মাছ ধরার জন্য পিঁপড়ার ডিমসহ অন্যান্য উপকরণ সংগ্রহের জন্য গোপাল চন্দ্র কোচ বাড়ির পাশের জঙ্গলে যান। এ সময় মৌমাছির ঝাঁক এসে তাকে কামড়াতে থাকে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, দুপুরে গোপাল চন্দ্র কোচকে মৃত অবস্থায় নিয়ে আসেন স্থানীয়রা।  

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১ 
আরএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।