ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিধিনিষেধের ৮ম দিনে ১ লাখ ১১ হাজার টাকা জরিমানা র‌্যাবের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
বিধিনিষেধের ৮ম দিনে ১ লাখ ১১ হাজার টাকা জরিমানা র‌্যাবের

ঢাকা: করোনার সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধের অষ্টম দিনে দেশজুড়ে সর্বমোট ১৪৭ জনকে ১ লাখ ১১ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (৩০ জুলাই) দেশজুড়ে পরিচালিত র‌্যাবের ২৫টি ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকারি বিধিনিষেধ কার্যকর ও জনসচেতনতা বাড়াতে সারা দেশব্যাপী মাঠে ছিল র‌্যাব। বিধিনিষেধ কার্যকর করতে র‌্যাবের নিয়মিত টহল ও চেকপোস্টের পাশাপাশি মোতায়েন ছিল অতিরিক্ত টহল ও চেকপোস্ট।

অষ্টম দিনে বিধিনিষেধ বাস্তবায়নে দেশব্যাপী র‌্যাবের ১৮০টি টহল ও ১৮৪টি চেকপোস্ট পরিচালনা করা হয়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‌্যাব।

এদিন বিধিনিষেধ অমান্য করায় দেশব্যাপী পরিচালিত ২৫টি ভ্রাম্যমাণ আদালতে ১৪৭ জনকে ১ লাখ ১১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে দেড় হাজারের বেশি মাস্ক বিতরণ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হয়।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।