ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

না.গঞ্জে নাশকতা মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
না.গঞ্জে নাশকতা মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে গত ২৮ মার্চের হেফাজতের হরতালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে নাশকতা ও সহিংসতা মামলার অন্যতম আসামি আবজাল হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (৩০ জুলাই) সিদ্ধিরগঞ্জ থানাধীন নিমাইকাসারী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১১ এর উপ-পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতাল চলাকালীন নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক, সানারপাড় ও শিমরাইল এবং চিটাগাং রোড এলাকায় ব্যাপক সহিংসতা ও ভাঙচুর চালায় দুষ্কৃতিকারীরা৷ গ্রেফতার আবজাল ওই মামলার অন্যতম আসামি।

গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন 
বলেও জানায় র‍্যাব।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।