ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রায়গঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
রায়গঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১২

সিরাজগঞ্জ: বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সেচ প্রকল্পের ড্রেন নির্মাণে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে সিরাজগঞ্জের রায়গঞ্জে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার দাথিয়াদিগর গ্রামের মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পাঁচ জনকে গুরুতর আহতাস্থায় রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হলেন- হাজী জহুরুল ইসলাম (৭০), সুমন কুমার দত্ত (৩২), সেলিম (২৮), সুজন (৩০) ও আব্দুল কুদ্দুস (২৮)।  

জানা গেছে, দাথিয়াদিগর গ্রামের মাঠে বিএডিসির সেচ প্রকল্পের ড্রেন নির্মাণে পাইপ বসাতে যান ওই গ্রামের হাজী জহুরুল ইসলামসহ সেচ কমিটির লোকজন। এসময় পার্শ্ববর্তী সরাই হাজিপুর গ্রামের আব্দুল আলীম মেম্বারের লোকজন ড্রেন নির্মাণে বাঁধা দিলে উভয়পক্ষে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে উভয়পক্ষে অন্তত ১২ জন আহত হন এবং মেম্বারের লোকজন ড্রেনের আটটি পাইপ ভেঙে ফেলে। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর।  

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।