ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রাজধানীর গফুর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জুলাই ২৬, ২০২১
রাজধানীর গফুর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে ছবি: ডিএইচ বাদল

ঢাকা:  প্রায় ৪০ মিনিটের চেষ্টায় জাতীয় প্রেসক্লাব সংলগ্ন গফুর টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কাজ করে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

সোমবার (২৬ জুলাই) বিকেল ৬টা ৮ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনা হয় ৬টা ৪৮ মিনিটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বাংলানিউজকে বলেন, জাতীয় প্রেসক্লাব সংলগ্ন গফুর টাওয়ারের ছয় তলায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আরও পড়ুন

** রাজধানীর গফুর টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জুলাই ২৬, ২০২১
এমএমআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।