ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে ৫ ফার্মেসিকে লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জুলাই ২৬, ২০২১
বরিশালে ৫ ফার্মেসিকে লাখ টাকা জরিমানা

বরিশাল: মেয়াদ উত্তীর্ন ওষুধ বিক্রয়, ফিজিশিয়ান স্যাম্পল ও অননুমোদিত ওষুধ বিক্রি করায় বরিশালে পাঁচ ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।  

সোমবার (২৬ জুলাই) দুপুরে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের এলাকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈয়ের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীর, মহিউদ্দিন আল হেলাল ও আতাউর রাব্বির নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

 

এসময় বরগুনা মেডিক্যাল হলকে ২০ হাজার টাকা, পলি মেডিকেল কে ১০ হাজার টাকা, জাহানারা মেডিক্যাল হলকে ৩০ হাজার টাকা, মহসিন মেডিক্যাল হলকে ৩০ হাজার টাকা এবং রূপালি মেডিক্যাল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জারিমানার এক লক্ষ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।  

অভিযানের সময় প্রসিকিউশন অফিসার হিসেবে সহযোগিতা করেন বরিশালের ওষুধ তত্ত্বাবধায়ক অদিতি স্বর্ণা।  

এসময় আইন-শৃঙ্খলা রক্ষা ও গণসচেতনতা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন বিজিবি ও  মেট্রোপলিটন পুলিশ। জব্দকৃত ওষুধ পরে ধ্বংস করা হয়।

বিকেলে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলের দায়িত্বরত সহকারি কমিশনার সুব্রত বিশ্বাস অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০২১
এমএস/এসআইএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।