ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কমলাপুরে বিআরটিসির ডিপোতে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
কমলাপুরে বিআরটিসির ডিপোতে আগুন কমলাপুরে বিআরটিসির ডিপোতে আগুন

ঢাকা: রাজধানীর কমলাপুরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ডিপোর দু’টি বাস পুড়ে গেছে।

শনিবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে কমলাপুরে ডিপোর ভেতরে একটি বিআরটিসি বাসে আগুনের খবর পাওয়া যায়। খবর পাওয়ার পরপরই চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে বিআরটিসির একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে এবং আরেকটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
পিএম/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।