ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোলায় জোয়ারে তলিয়ে গেছে ২০ দ্বীপচর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
ভোলায় জোয়ারে তলিয়ে গেছে ২০ দ্বীপচর

ভোলা: ভোলায় জোয়ারে প্লাবিত হয়েছে অন্তত ২০টি গ্রাম।  শনিবার (২৪ জুলাই) দুপুরের পর মেঘনার পানি বিপৎসীমার ৬৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।

এতে তৃতীয় দিনের মত প্লাবিত হয়েছে বাঁধের বাইরের বিস্তীর্ণ এলাকা।  

বৈরী আবাওয়ায় এবং পূর্ণিমার জোয়ারের প্রভাবে মেঘনার পানি বেড়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

খোঁজ নিয়ে জানা গেছে, দুপুরের জোয়ারে চরফ্যাশন উপজেলার কুকরি-মুকরি, ঢালচর, চর পাতিলা, লালমোহন উপজেলার কচুয়াখালির চর, চর শাহজালাল, মনপুরার কলাতলীর চর, চর পিয়াল, তজুমদ্দিন উপজেলার চর জহির উদ্দিন, জমচর নাসরিন, ভোলা সদরের মাঝের চর, রামদাসপুর, দৌলতখানের হাজিপুর, মদনপুরসহ বিভিন্ন চরের নিচু এলাকা ডুবে যায়।  

ফসলি জমি, রাস্তাঘাট, ঘরবাড়িসহ বিভিন্ন স্থাননা তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন ওই সব এলাকার মানুষ।  

ঢালচরের বাসিন্দা শাহে আলম, চর পাতিলার বাসিন্দা বশির ও চর শাহজালাল এলাকার বাসিন্দা মো. নাছির জানান, জোয়ারে তাদের পুরো এলাকা ডুবে গেছে। গত তিনদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন দ্বীপচরের বাসিন্দারা।

ভোলা পানি উন্নয়ন বোর্ডের (ডিভিশন-২) নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ বলেন, মেঘনার পানি বিদৎসীমা অতিক্রম করায় নিচু এলাকা প্লাবিত হয়েছে। তবে ভাটা এলে পানি নেমে যাবে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।