ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

টাকার শোক সইতে না পেরে মৃত্যু, মরদেহ নিয়ে পাওনাদারের বাড়িতে অবস্থান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
টাকার শোক সইতে না পেরে মৃত্যু, মরদেহ নিয়ে পাওনাদারের বাড়িতে অবস্থান

পটুয়াখালী: পটুয়াখালীর মহিপুরে পাওনা টাকার শোক সইতে না পেরে মারা যাওয়া সুনীল চন্দ্র দাস (৪০) নামে এক ব্যক্তির মরদেহ নিয়ে পাওনাদের বাড়িতে অবস্থান করেছে তার স্বজনরা।

শুক্রবার (২৩ জুলাই) রাতে আলীপুরের নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

 

শনিবার (২৪ জুলাই) সকালে অভিযুক্ত ইউসুফ মুসুল্লির বাড়িতে অবস্থান নেন তারা। বেলা ১১টার দিকে পুলিশের হস্তক্ষেপে সুষ্ঠু সমাধানের আশ্বাসে স্বজনরা মরদেহ সৎকারের উদ্দেশে ফিরিয়ে নিয়ে যান।

স্বজনদের অভিযোগ, প্রায় দুই বছর আগে জমি দেওয়ার কথা বলে সুনীল চন্দ্রের কাছ থেকে ১১ লাখ টাকা নেন স্থানীয় ইউসুফ মুসুল্লি। দীর্ঘদিন ধরে টাকা ফিরিয়ে দেওয়ার বেশ কয়েকবার ওয়াদা করেন তিনি। পরে টাকার শোক সইতে না পেরে শুক্রবার রাতে সুনীল চন্দ্র মারা যান।

এ বিষয়ে ইউসুফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে নিজে উপস্থিত হয়ে সুষ্ঠ সমাধানের আশ্বাস দিলে স্বজনরা মরদেহ ফিরিয়ে নিয়ে যান।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।