ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ভারত থেকে আসছে ২৫০টি ভেন্টিলেটর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
ভারত থেকে আসছে ২৫০টি ভেন্টিলেটর

ঢাকা: ভারত থেকে ঢাকায় আসছে ২৫০টি ভেন্টিলেটর। শনিবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টায় এসব ভেন্টিলেটর ঢাকায় পৌঁছাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ভারতের দেওয়া এসব ভেন্টিলেটর দিল্লি থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। বিমানবন্দরে ভেন্টিলেটর গ্রহণ করবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আব্দুল্লাহ।

করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশকে চিকিৎসা সামগ্রী দিয়ে দিয়ে সহায়তা করে আসছে ভারত সরকার।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।