ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কঠোর লকডাউনেও বাল্যবিয়ের আয়োজন, অভিভাবকের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
কঠোর লকডাউনেও বাল্যবিয়ের আয়োজন, অভিভাবকের জরিমানা

সিরাজগঞ্জ: করোনা ভাইরাসের সংক্রমণরোধে চলমান কঠোর লকডাউন উপেক্ষা করে বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

শুক্রবার (২৩ জুলাই) গভীর রাতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

এ সময় বাল্যবিয়ে বন্ধের নির্দেশ দেন তিনি।  

শনিবার (২৪ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মো. আনিসুর রহমান।  

তিনি জানান, শুক্রবার গভীর রাতে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর গ্রামে অভিযান চালিয়ে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর (১৫) বাল্যবিয়ে বন্ধ করা হয়। এ বিয়ের আয়োজন করায় কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।