ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন রোববার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জুন ১৯, ২০২১
ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন রোববার

ঢাকা: নবনির্মিত ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন হবে রোববার (২০ জুন)৷ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে এ ভবন উদ্বোধন করবেন৷

শনিবার (১৯ জুন) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ এ তথ্য জানান৷

খিলগাঁওয়ের ঝিলপাড় উত্তর বাসাবো মাদ্রাসার বিপরীতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ১৫ কাঠা জমির ওপর ৫তলা ভিত্তি প্রস্তরের ওপর ৩তলা এই কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়েছে৷

তিন কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ৩তলা ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে একটি পাঠাগার নির্মাণ করা হবে। বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি এলাকাবাসীও এই কমপ্লেক্সের খোলা জায়গার সুবিধা পাবেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জুন ১৯, ২০২১
ডিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।