ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে নিখোঁজ ৩ শিশু মিললো জাফলংয়ে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জুন ১৯, ২০২১
সিলেটে নিখোঁজ ৩ শিশু মিললো জাফলংয়ে

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমা থেকে নিখোঁজ তিন শিশুকে পাওয়া গেছে সীমান্তবর্তী গোয়াইনঘাটের জাফলং জিরো পয়েন্টে।

শনিবার (১৯ জুন) স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

উদ্ধার হওয়া তিন শিশুর মধ্যে আহমদপুর গ্রামের মৃত সামছুল ইসলামের যমজ সন্তান হাসান (১৩) ও হোসেন (১৩)। তাদের সঙ্গে নিখোঁজ বাসার কাজের মহিলা সালমা বেগম ও জালালাবাদ থানার জাঙ্গাইল এলাকার রিপন মিয়ার ছেলে অপু (১০)। তারা তিনজনই মাদরাসার ছাত্র।

স্থানীয়রা জানায়, এদিন সকালে শিশু তিনটিকে ঘোরাঘুরি করতে দেখে তারা পুলিশের হাতে তুলে দেন। পরে তাদের মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।  

গত বৃহস্পতিবার (১৭ জুন) সকাল থেকে শিশু তিনটিকে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় নিখোঁজ শিশুদের চাচাতো ভাই সালাহ উদ্দিন দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। হাসান ও হোসেন সিলেটের কুদরত উল্লাহ মাদরাসায় হাফিজ বিভাগে ও অপু দক্ষিণ সুরমার আহমদপুর এলাকার স্থানীয় একটি মাদরাসায় হাফিজ বিভাগে অধ্যায়নরত বলে জানিয়েছেন শিশুদের চাচাতো ভাই সালাহ উদ্দিন আহমদ।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জুন ১৯, ২০২১
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।