ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

গায়ে হলুদের অনুষ্ঠানে বরের মৃত্যু!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, জুন ১৮, ২০২১
গায়ে হলুদের অনুষ্ঠানে বরের মৃত্যু!

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নিজের গায়ে হলুদের অনুষ্ঠানের দিনে সাউন্ড বক্সে সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বর।  

মৃত ব্যক্তির নাম সজল মিয়া।

তিনি উপজেলার বোরহানপুর গ্রামের কুদ্দুষ ভাণ্ডারীর ছেলে। একদিন পরেই তার বিয়ে হওয়ার কথা ছিল।  কিন্তু এর আগের দিনই বরের এমন মৃত্যুতে বাড়িটিতে নেমেছে বিষাদের ছায়া।

এদিকে বিয়ের আগের দিন সন্তানের এমন মৃত্যুতে সজলের মা-বাবা শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তারা কেঁদে কেঁদে বার বার মুর্ছা যাচ্ছিলেন।  

বৃহস্পতিবার (১৭ জুন) রাতে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সজলের সঙ্গে একই উপজেলার সুন্দ্রাদিল গ্রামের একটি মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার ছিল গায়ে হলুদ এবং বাড়িজুড়ে চলছিল আনন্দ উৎসব। একপর্যায়ে দুপুরে গান শোনার জন্য সাউন্ড বক্সে বিদ্যুতের সংযোগ দিতে যান সজল। তখন তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০১৩৩ ঘণ্টা, জুন ১৮, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।