ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

রাজধানীতে ইয়াবাসহ নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৯, জানুয়ারি ১৫, ২০২১
রাজধানীতে ইয়াবাসহ নারী আটক ইয়াবা

ঢাকা: রাজধানীর রামপুরা থানা এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ইয়াবাসহ আসমা বেগম (৪০) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ।

শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।

ডিবি উত্তরা বিভাগের সহকারী কমিশনার (এসি) শাহিদুল ইসলাম জানান, পূর্ব রামপুরা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ আসমা বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ইয়াবাকারবারির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে রামপুরা থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।