ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

বেনাপোল সীমান্তে ৩টি বোমা জব্দ

উপজেলা করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২১, ডিসেম্বর ৭, ২০২০
বেনাপোল সীমান্তে  ৩টি বোমা জব্দ পানিভর্তি বালতিতে রেখে জব্দ বোমা নিষ্ক্রিয়। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্তের নারানপুর গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিনটি হাত বোমা জব্দ করেছে পুলিশ।  

সোমবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় ওই গ্রামের বাঁশ বাগান থেকে বোমা তিনটি জব্দ করা হয়।

 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বাংলানিউজকে জানান, নারানপুর গ্রামে এক বাঁশ বাগানে কয়েকজন দুর্বৃত্ত সহিংসতা কাজে ব্যবহারের জন্য বোমা তৈরি করছেন, এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় শক্তিশালী তিনটি হাত বোমা জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়া কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ বোমা তিনটি পানিভর্তি বালতিতে রেখে নিষ্ক্রিয় করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।