ঢাকা, মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

পদ্মায় ডুবে গেছে নোঙরে থাকা ফেরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৮, ডিসেম্বর ৭, ২০২০
পদ্মায় ডুবে গেছে নোঙরে থাকা ফেরি ডুবে যাওয়া ফেরি। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের বাংলাবাজার ঘাটে পদ্মা নদীতে একটি ফেরি ডুবে গেছে। সোমবার (৭ ডিসেম্বর) ভোর ৪টার দিকে ফেরিটি পানিতে তলিয়ে যায়।

তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘাট সূত্রে জানা গেছে, রোববার দিনগত রাত ১২টার দিকে শিমুলিয়া ঘাট থেকে ২২টি যানবাহন নিয়ে ডাম্প ফেরি রানীগঞ্জ শিবচরের বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা দেয়। পথে মাঝ পদ্মায় ড্রেজারের পাইপের সঙ্গে ফেরিটির ধাক্কা লেগে তলা ফেটে যায়। ফেরিটি দ্রুত বাংলাবাজার ঘাটে ভিড়িয়ে যাত্রী ও যানবাহন নামিয়ে ঘাটের পাশেই নোঙর করে রাখে। পরে পানি উঠে ফেরিটি ভোরে তলিয়ে যায়।

এ বিষয়ে জানতে মোবাইলে যোগাযোগ করা হলেও বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।

তবে মেরিন কর্মকর্তা (শিমুলিয়া) আহমদ আলী জানান, নোঙর করা অবস্থায় ফেরিটি ডুবে গেছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২০
আরএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।