ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন নীলুফার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২০
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন নীলুফার

ঢাকা: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মহাপরিচালক নীলুফার আহমেদকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।  

আদেশে বলা হয়েছে, সচিব পদমর্যাদা ও আনুষঙ্গিক সুবিধাসহ এক বছরের চুক্তিতে নীলুফার আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে।

যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। নিয়োগের শর্ত ঠিক হবে চুক্তিপত্রের মাধ্যমে।

নীলুফার আহমেদকে নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সকহারীর সংখ্যা এখন পাঁচজনে। তারা হলেন- ফেরদৌস আহমেদ খান, ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং মো. মশিউর রহমান হুমায়ুন।  

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৯
এমআইএইচ/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।