ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বর্ষপূর্তি উদযাপিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২০
লক্ষ্মীপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বর্ষপূর্তি উদযাপিত

লক্ষ্মীপুর: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ বছর পূর্তি উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দুপুরে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের উদ্যোগে এ আয়োজন করা হয়।

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অতিথিরা।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল।

বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ড. এইচএম কামরুজ্জামান, সিভিল সার্জন আবদুল গফফার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক আসলাম আলী মন্ডল প্রমুখ।

বক্তারা বলেন, অলস ব্যক্তিরাই মাদকদ্রব্য বিক্রি ও সেবনে জড়িয়ে পড়ে। অনেক সময় কর্মহীনদের আড্ডাতেও মাদকের আসর বসে। এসব আসর বসতে দেওয়া যাবে না। সন্তানদের মাদক থেকে দূরে রাখতে মা-বাবাকে সচেতন হতে হবে। সমাজকে মাদকমুক্ত করতে প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।