ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজধানীতে পৌষমেলা শনিবার

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২০
রাজধানীতে পৌষমেলা শনিবার

ঢাকা: রাজধানীবাসীকে পৌষের আবহ ও গ্রামীণ জনগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী পৌষমেলা।

পৌষমেলা উদযাপন পরিষদের আয়োজনে আগামী শনিবার (৪ জানুয়ারি) সকাল থেকে শুরু হয়ে বাংলা একাডেমির নজরুল মঞ্চে এ মেলা চলবে সোমবার (৬ জানুয়ারি) রাত ৯টা পর্যন্ত।  

মেলার আয়োজনে প্রতিবারের মতো রকমারি পিঠার সঙ্গে থাকবে বাঙালি সংস্কৃতির নানা পরিবেশনা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে মেলা উদযাপন পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।  

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুসের সভাপতিত্বে এতে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়।

সম্মেলনে জানানো হয়, শনিবার সকাল ৮টায় আইলা জ্বালিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এরপর থাকবে যন্ত্রসঙ্গীত বাদন। সকালে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ উদ্বোধন করবেন মেলার। এসময় সুকান্ত ভট্টাচার্যের ‘প্রার্থী’ কবিতাটি আবৃত্তি করবেন রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখবেন মেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়।

উদ্বোধনী অনুষ্ঠানে মেলা উদযাপন পরিষদের সভাপতি গোলাম কুদ্দুসের সভাপতিত্বে পৌষ কথন পর্বে আলোচনা করবেন- বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর, পৌষমেলা উদযাপন পরিষদের সহ-সভাপতি ঝুনা চৌধুরী ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ। এছাড়া আয়োজনে থাকবে সঙ্গীত, নৃত্য, আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা।

মেলা প্রতিদিন সকাল ৮টা থেকে খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত। আর বাঙালির কৃষ্টি ঐতিহ্য সংস্কৃতি, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বিভিন্ন ঐতিহ্য কারুশিল্প ও খাদ্য সামগ্রী নিয়ে মেলায় অংশগ্রহণ করবে প্রায় ৫৪টি স্টল।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৯
এইচএমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।