ঢাকা, সোমবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

গাজীপুরে আগুনে পুড়লো টিনশেডের ১৮৩ ঘর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২২, ডিসেম্বর ২৭, ২০১৮
গাজীপুরে আগুনে পুড়লো টিনশেডের ১৮৩ ঘর

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের চক্রবর্তী এলাকায় বাসা বাড়িতে আগুন লেগে টিনশেডের ১৮৩টি ঘর পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) ভোরে এ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কর্মীরা প্রায় সোয়া দুই ঘণ্টা চেষ্টায় আগুন নেভায়।

 

ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল হামিদ বাংলানিউজকে জানান, ভোরে সিটি করপোরেশনের চক্রবর্তী এলাকায় আনোয়ারা বেগমের টিনশেডের বাসা বাড়িতে আগুন লাগে। এতে আলী হোসেন, আমজাদ হোসেন, রাহেলা বেগম, রহিমা ও ফাতেমা বেগমের টিনশেড বাসা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ইপিজেড তিনটি ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দু'টি মোট ৫টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় সোয়া ২ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওই বাসা বাড়ি ও আসবাবপত্র পুড়ে ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষতির হয়েছে।

তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, ডিসেম্বর ২৭,২০১৮
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।