ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় আগুন লেগে একই পরিবারের নয়জন দগ্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৬, ডিসেম্বর ১৯, ২০১৮
ফতুল্লায় আগুন লেগে একই পরিবারের নয়জন দগ্ধ নারায়ণগঞ্জে অগ্নিদগ্ধ দুই শিশু /ছবি: বাংলানিউজ

ঢাকা: নারায়ণগঞ্জের ফতুল্লায় হকবাজার এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে শিশুসহ একই পরিবারের নয়জন দগ্ধ হয়েছে।

বুধবার (১৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ফতুল্লায় হকবাজার এলাকার চারতলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- শ্রীনগর নাথ চন্দ্র বর্মণ (৩৫), তার স্ত্রী মতি অর্চনা (৩২) তাদের সন্তান অনামিকা (১৫), ছেলে অর্পিত (১০)।

এছাড়া বর্মণের মা ছায়া রানী (৬০), তার মেয়ে সুমিত্রা (২৭), তার ছেলে প্রমিত (১৪), তার ছোট ভাই শাওন (১০), বর্মণের বোন জামাই নারায়ণ চন্দ্র (৪০)।

বর্মণ বাংলানিউজকে জানান, ভোর সাড়ে ৫টার দিকে মোবাইল ফোনের রিংটোনের শব্দ শুনে ঘুম ভেঙে যায়। পরে উঠে লাইটের সুইচ দিতেই রুমের মধ্যে আগুন লেগে যায়। এতে তিনিসহ ঘুমন্ত অন্যরা দগ্ধ হন। পরে চিৎকার শুনে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।

পরে জানা যায়, বাড়ির গৃহকর্ত্রী ঘুম থেকে উঠে চুলায় আগুন জ্বালানোর চেষ্টা করতেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে আগে থেকেই গ্যাস লাইনে লিকেজ ছিল।  

বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।  

বাংলাদেশ সময়: ০৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
এজেডএস/এএটি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।