ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ১১ হাজার পিস ইয়াবাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৯, ডিসেম্বর ১৮, ২০১৮
রাজধানীতে ১১ হাজার পিস ইয়াবাসহ আটক ১ ইয়াবাসহ আটক সাইফুল।

ঢাকা: রাজধানীর চকবাজার এলাকা থেকে ১১ হাজার ১৫০ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (৩৩) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১০) সদস্যরা।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো র‌্যাবের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আটককৃত মাদকবিক্রেতার নাম সাইফুল ইসলাম।

তিনি একজন পেশাদার মাদকবিক্রেতা। তিনি কক্সবাজার থেকে প্রতিনিয়ত মাদকদ্রব্য এনে ঢাকায় বিক্রি করে থাকেন। এবারও ইয়াবা বিক্রির উদ্দেশ্যে বিশাল এক চালান নিয়ে কক্সবাজার থেকে ঢাকায় আসেন সাইফুল ইসলাম।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৭ ডিসেম্বর) দিনগত রাত পৌনে ১০টার দিকে চকবাজার থানার বকশী বাজার রোড থেকে ১১ হাজার ১৫০ পিস ইয়াবাসহ সাইফুলকে আটক করা হয়। এ সময় টয়োটা এক্সিও মডেলের একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

আটক মাদকবিক্রেতার বিরুদ্ধে চকবাজার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
এসএইচএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।