ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

খুলনায় সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০১, ডিসেম্বর ১৮, ২০১৮
খুলনায় সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত

খুলনা: খুলনায় সড়ক দুর্ঘটনায় মাসুম বিশ্বাস (২০) নামে সাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। 

সোমবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি এ দুর্ঘটনা ঘটে।

মাসুম পাইকগাছা উপজেলার রামনগর এলাকার আবুল বিশ্বাসের ছেলে।

ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যান। এসময় প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, খুলনা থেকে পাইকগাছাগামী বালু ভর্তি একটি ট্রাক কপিলমুনির উত্তর প্রান্তে অবস্থিত নিকারীপাড়া মোড়ে এলে বিপরীত দিক থেকে আসা বাইসাইকেল আরোহী মাসুমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কপিলমুনি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাবুল আক্তার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।