ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ভুয়া কাস্টমস কর্মকর্তা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৪, ডিসেম্বর ১৭, ২০১৮
বেনাপোলে ভুয়া কাস্টমস কর্মকর্তা আটক বিজিবির হাতে আটক ফোরকান, ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে ফোরকান (৪৩) নামে এক ভুয়া কাস্টমস কর্মকর্তাকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ৷

সোমবার ( ১৭ ডিসেম্বর) সকাল ৯টায় যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। আটক ফোরকান ঢাকা লালবাগের বাসিন্দা।

বিজিবি জানায়, ভারত থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা যাত্রীবাহী একটি পরিবহন আমড়াখালী বিজিবি চেকপোস্টে তল্লাশি করা হয়। এসময় বিজিবি সদস্যরা ওই যাত্রীর ব্যাগ খুলতে চাইলে তিনি নিজেকে কাস্টমস কর্মকর্তা পরিচয় দিয়ে কাজে বাধা দেয়। এসময় তার আচরণ সন্দেহজনক হলে তার কাছ থেকে চট্টগ্রাম কাস্টমস হাউজের ভুয়া আইডি কার্ড, মোবাইল ফোন, চাদর ও থ্রি-পিস জব্দ করা হয়।  

আমড়াখালী বিজিবি চেকপোস্টের হাবিলদার শফিকুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটক ফোরকানকে বেনাপোল পোর্টথানায় পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
এজেডএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।