ঢাকা, বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে বিজয় দিবস উদযাপিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৩, ডিসেম্বর ১৬, ২০১৮
লক্ষ্মীপুরে বিজয় দিবস উদযাপিত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিমানমন্ত্রী একেএম শাহাজাহান কামালসহ অন্যরা। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: নানা আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে উদযাপিত হয়েছে ৪৭তম মহান বিজয় দিবস।

রোববার (১৬ ডিসেম্বর) সকাল দিবসটি উপলক্ষে স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী একেএম শাহাজাহান কামাল।

এছাড়াও স্মৃতিসৌধে পুষ্পার্ঘ করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, জেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

এরপর পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা শহীদদের বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন।

সকাল ০৭ টায় শহরের বাগবাড়িস্থ গণকবরের পুষ্পার্ঘ অর্পণ শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। সকাল ৮টার দিকে লক্ষ্মীপুর স্টেডিয়ামে শতাধিক শিক্ষা-প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠিত হয়েছে। এসময় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
এসআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।