ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

জাতীয়

নড়িয়ায় নছিমন চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২১, ডিসেম্বর ১০, ২০১৮
নড়িয়ায় নছিমন চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নছিমন চাপায় কৃতান্ত হালদার (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

রোববার (০৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ভোজেশ্বর-গোলারবাজার সড়কের ফতেজঙ্গপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

কৃতান্ত হালদার ব‌রিশালের আগৈলঝাড়া উপ‌জেলার আহু‌তি বাট্টা গ্রা‌মের হ‌রে কৃষ্ণ হালদা‌রের ছে‌লে।

তিনি মাদারীপুর সদর উপ‌জেলার রি‌সোর্স সেন্টারে ১৪ বছর ধরে শিক্ষক প্র‌শিক্ষক হি‌সে‌বে কর্মরত ছি‌লেন।  

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বাংলানিউজকে জানান, সকালে কৃতান্ত হালদার ভেদরগঞ্জ থেকে মাদারীপুরে যাচ্ছিলেন। তিনি ভোজেশ্বর-গোলারবাজার সড়কের ফতেজঙ্গপুর এলাকা অতিক্রম করার সময় একটি নছিমন তার মোটরসাইকেলটি চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।  

এ ঘটনার পর স্থানীয়রা নছিমটিতে আগুন ধ‌রি‌য়ে দেয়। নছিমন চালক পা‌লতক রয়েছেন। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।