ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ১৬ জুয়াড়ি আটক  

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৬, ডিসেম্বর ৮, ২০১৮
ময়মনসিংহে ১৬ জুয়াড়ি আটক   ১৬ জুয়াড়ি আটক। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহে অভিযান চালিয়ে ১৬ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৮ ডিসেম্বর) বিকেলে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- শফিকুল ইসলাম (৫০), হাবিবুর রহমান (৬০), সেলিম জাহাঙ্গীর (৩৮), শরাফ উদ্দিন (৩২), রুহুল আমিন (৫৫), নিজাম উদ্দিন (৪৮), মোহাম্মদ আলী (৪০), সাইদুল (৪৫), সামছুল আলম (৪৫), মোতালেব (৪৫), রফিক (৪৫), আল আমিন (২৮), এমদাদুল হক (৩৮), মো. আকরাম (৩৫), রফিকুল (৪৫) ও মুরাদ (৩৫)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বাংলানিউজকে জানান, সকালে বিশেষ অভিযান চালিয়ে সদর উপজেলার চুরখাই এলাকা থেকে জুয়া খেলার সামগ্রী ও নগদ ২ হাজার ৩৭০ টাকাসহ ওই ১৬ জুয়াড়িকে আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
এমএএএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।