ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে গাছচাপায় ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২১, ডিসেম্বর ৮, ২০১৮
মানিকগঞ্জে গাছচাপায় ব্যবসায়ীর মৃত্যু

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার উকিয়ারা এলাকায় গাছের নিচে চাপা পড়ে মন্টু মিয়া (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (৮ ডিসেম্বর) দুপুরে উকিয়ারা দক্ষিণপাড়া মহল্লার আইজুদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। মন্টু উকিয়ারা গ্রামের বাসিন্দা।

তিনি গাছ বেচাকেনা ও গাছ কাটার কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

উকিয়ারা দক্ষিণপাড়া মহল্লার বাসিন্দা পিয়ার আলী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুপুরে প্রতিবেশী আইজুদ্দিনের বাড়িতে তার নিজের ক্রয়কৃত গাছ কেটে নিতে আসে মন্টুসহ কয়েকজন। গাছ কাটার শেষ দিকে গাছের বড় একটি খণ্ডের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন মন্টু। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮ 
কেএসএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।