ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

জাতীয়

চেয়ারম্যানকে ট্রাকচাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৫, ডিসেম্বর ৭, ২০১৮
চেয়ারম্যানকে ট্রাকচাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ ...

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম তালুকদারকে ট্রাকচাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কাদিরপুর-শিবচর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো তাকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কাদিরপুর এলাকায় নিজের একটি গরু ফার্ম পরিদর্শন শেষে বাড়ির দিকে ফিরছিলেন তিনি। কাদিরপুর নদীর পাড়ে একটি ইটের ভাটার কাছে আসলে তার ব্যবহৃত জিপ গাড়িটিকে লক্ষ্য করে হঠাৎ করেই বিপরীত দিক থেকে একটি ট্রাক ছুটে এসে তাকে বহনকারী জিপটিকে ধাক্কা দেয়।

হঠাৎ করেই ট্রাকটিকে ছুটে আসতে দেখে জিপের চালক নিজের গাড়িটিকে রক্ষা করতে চেষ্টা করেন। এসময় অল্পের জন্য রক্ষা পায় উপজেলা চেয়ারম্যানকে বহনকারী জিপটি। ট্রাকের সাথে জিপ গাড়িটির সামনের অংশে আঘাত লাগলে সামান্য আহত হন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার। এসময় ট্রাকের ড্রাইভার  ও তার অপর সঙ্গী  দ্রুত ট্রাক থেকে  নেমে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, যে ট্রাকটি চেয়ারম্যানের গাড়িটিকে চাপা দেওয়ার চেষ্টা করে সেই ট্রাকটি সন্ধ্যা থেকেই  ঘটনাস্থল থেকে কিছু দূরে রাস্তার পাশে পার্কিং করা ছিলো।

শিবচর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার জানান, আমি ইটের ভাটার কাছাকাছি আসার সাথে সাথেই অপর দিক থেকে আসা ট্রাক আমাদের লক্ষ্য করে দ্রুত গতিতে ছুটে আসতে থাকে। আমি সামান্য আহত হলেও গাড়িটির সামনের দিকে ব্যাপক ক্ষতি হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্যা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টিকে গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়ঃ ০৩২৫ ঘন্টা, ডিসেম্বর ৬, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।