ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

জাতীয়

ভেজাল ওষুধ বিক্রির দায়ে যুবকের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৫, ডিসেম্বর ৭, ২০১৮
ভেজাল ওষুধ বিক্রির দায়ে যুবকের কারাদণ্ড

বরিশাল: বরিশালের উজিরপুরে ভেজাল ওষুধ বিক্রির দায়ে রাজেন কবিরাজ (৩২)  নামে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার এ দণ্ড দেন। রাজেন মাদারীপুরের কালকিনি উপজেলার চরদৌলতখান গ্রামের বিরেন কবিরাজের ছেলে।

এর আগে, দণ্ডপ্রাপ্ত রাজেন দুপুরে উজিরপুর বন্দরের মির্জা মেডিকেল হলে নামিদামি কোম্পানির নামে ওষুধ বিক্রি করতে এসে স্থানীয়দের হাতে আটক হন। পরে তার সঙ্গে থাকা ওষুধ উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেলে পরীক্ষা করা হলে নকল বলে প্রমাণিত হয়।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলা‌দেশ সময়: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।