ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জ ও সাভারে জাল টাকাসহ ২ যুবক আটক

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৯, ডিসেম্বর ৬, ২০১৮
কেরানীগঞ্জ ও সাভারে জাল টাকাসহ ২ যুবক আটক র‍্যাবের হাতে আটক দুই যুবক

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জ ও সাভার থেকে বিপুল পরিমাণ জাল টাকাসহ দুই যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যরা।

আটকরা হলেন- নূর ইসলাম (২৩) ও মো. বাদল (৪০)। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দুপুরের দিকে তাদের আটক করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া চৌধুরীপাড়া এলাকা থেকে এক হাজার টাকার জাল ৫০টি নোটসহ নূর ইসলামকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে সাভার থানার গেন্ডাবাজার এলাকা থেকে এক হাজার টাকার জাল আরও ৫৬টি নোটসহ মো. বাদলকে আটক করা হয়।

র‍্যাব-১০ ক্রাইম প্রিভেনশন কোম্পানির (সিপিসি-২) কোম্পানি কমান্ডার মেজর সৈয়দ ইমরান হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সাভার ও দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক দু’টি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।