ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

জাতীয়

নানা আয়োজনে ফেনী ‘মুক্ত দিবস’ পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০১, ডিসেম্বর ৬, ২০১৮
নানা আয়োজনে ফেনী ‘মুক্ত দিবস’ পালন নানা আয়োজনে ফেনী ‘মুক্ত দিবস’ পালন। ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীতে নানা আয়োজনে পাকিস্তানি হানাদারমুক্ত দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের এদিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে মুক্তিযোদ্ধারা ফেনীকে শত্রুমুক্ত করেন।

ফেনী মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিচারণ সভা, শোভাযাত্রার আয়োজন করা হয়।  

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকালে শহরের জেল রোডের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফেনী জেলা প্রশাসক মো. অহিদুজজমান, পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর সরকার, জেলা সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ান, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম ও মুক্তিযোদ্ধারা।

অপরদিকে বিদসটিকে শ্রদ্ধাভরে পালন করার জন্য জেলার তরুণরা ফেনীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ৩৯ কিলোমিটার তারুণ্যে পদযাত্রার আয়োজন করেছে।

সকাল ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের দত্তসার দিঘী পাড় থেকে এ পথযাত্রা শুরু হয়ে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়ে ফেনীর অপর প্রান্ত দাগনভূঁইয়া উপজেলার শেষ প্রান্তে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

এতে ৭১ জন তরুণ অংশ নিয়েছেন। পথযাত্রার উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন ও তরুণ সংঘ সংগঠনের সভাপতি নূর শাহ আজাদ।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।