ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবককে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪২, ডিসেম্বর ৪, ২০১৮
ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবককে হত্যা

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় রাব্বী (২৮) নামে এক যুবককে প্রকাশ্যে গলা ও গালে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এই ঘটনা ঘটে। সংকটাপন্ন অবস্থায় পুলিশ ওই যুবককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ নগরীর ১ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর চাঁদ মিয়া বাংলানিউজকে জানান, ওই যুবকের বাড়ি আকুয়া নন্দীবাড়ি এলাকায়। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৮
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।