ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

জাতীয়

সিলেটে ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনতাই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৪, ডিসেম্বর ৪, ২০১৮
সিলেটে ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনতাই

সিলেট: সিলেটে প্রকাশ্যে হুমায়ন কবীর নামে এক ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে নগরের আম্বরখানা পয়েন্ট সংলগ্ন সড়কে ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার হুমায়ন কবীর নগরের চৌখিদেখি এলাকার বাসিন্দা।

হুমায়ন বাংলানিউজকে জানান, আম্বরখানা এলাকায় একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে দরগাহ গেট যাওয়ার পথে তিনটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার গতিরোধ করে অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নেয়। তার চিৎকারে অন্য ব্যবসায়ীরা এগিয়ে এলেও ছিনতাইকারীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ছিনতাইর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। ছিনতাইকারীদের আটকে চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৮
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।