ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

কামরাঙ্গীরচরে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৭, নভেম্বর ২৪, ২০১৮
কামরাঙ্গীরচরে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩ ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে দগ্ধ মা-ছেলে, ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

শনিবার (২৪ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে কামরাঙ্গীরচরের মুসলিমবাগ এলাকার একটি সেমিপাকা বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, ওই এলাকার ইলিয়াস মিয়ার স্ত্রী রিপা (২০), তার শিশু সন্তান রাফসান (০২) ও রিপার বড় বোন শারমিন (২২)।

তাদের প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে এনে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন শারমিনের স্বামী বারেক মিয়া।

বার্ন ইউনিটের একটি সূত্র বলছে, রিপার শরীরের ১০ শতাংশ, রাফসানের ২৫ শতাংশ এবং শারমিনের ৮ শতাংশ পড়ে গেছে।

বাংলানিউজকে বারেক মিয়া বলেন, আমরা একটি ঘরে সবাই মিলে থাকি। আমাদের ঘরের পাশেই একটি গ্যাস সিলিন্ডার রাখা ছিল। সেখানে কেউ থাকতো না। আজ দুপুরে সেটি বিস্ফোরিত হয়ে আমাদের ঘরে আগুন চলে আসে। এতে আমার স্ত্রী, শালিকা এবং ভাগনে দগ্ধ হয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ পরিদর্শক (এএসআই) আব্দুল খান বাংলানিউজকে জানিয়েছেন, সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের ঢামেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
এজেডএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।