ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৫, নভেম্বর ২২, ২০১৮
বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামিরুল মিয়া (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার কুমড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামিরুল উপজেলা সদরের যাত্রাপাশা গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে।


 
স্থানীয়রা জানান, বিকেলে জামিরুল কুমড়ি গ্রামের একটি বাড়িতে নির্মাণ কাজ শেষে টিউবওয়েলে গোসল করতে যান। এসময় টিউবওয়েলের সঙ্গে সংযুক্ত পানির পাম্পের তারে লেগে জামিরুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামিরুলকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ত্রিলোক চাকমা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।