ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

ইসলামপুরে ট্রাকচাপায় চা-দোকানি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৩, নভেম্বর ২০, ২০১৮
ইসলামপুরে ট্রাকচাপায় চা-দোকানি নিহত

জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলায় ট্রাকচাপায় দিলীপ পাল (৫৬) নামে এক  চা-দোকানি নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ইসলামপুর শহরের মার্কাস মসজিদ সংলগ্ন তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দিলীপ পাল ইসলামপুর পৌরসভার পালপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়ভাবে  জানা যায়, সকালে নিজের চায়ের দোকানের সামনের রাস্তায় ধূলো কমাতে পানি ছিটাচ্ছিলেন দিলীপ। এসময় দেওয়ানগঞ্জ থেকে জামালপুরগামী একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দিলীপকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) হাসমত আলী বাংলানিউজকে জানান, ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।