ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

নাসিরনগরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৩, নভেম্বর ২০, ২০১৮
নাসিরনগরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা দম্পতির মরদেহ। ছবি-বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্ত্রী মীনা আক্তারকে হত্যার পর হারুন মিয়া নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। 

সোমবার (১৯ নভেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিণবেড় ইউনিয়নের আলীয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ সকালে ওই দম্পতির মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র দুই মাস আগে নাসিরনগর উপজেলার নরহা গ্রামের মো. জামাল মিয়ার মেয়ে মীনার সঙ্গে একই উপজেলার আলিয়ারা গ্রামের মো. হাছন আলীর ছেলে হারুনর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। সোমবার বিকেলেও স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাতে হারুন তার স্ত্রী মীনাকে কুপিয়ে হত্যা করেন। এর কিছুক্ষণ পর হারুন বুকে ছুরিকাঘাত করে আত্মহত্যা করেন।  

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ জানান, মীনার শরীরে পাঁচটি ও হারুনের শরীরে তিনটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাটির তদন্ত চলছে।  

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।