ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

পৃথক দুর্ঘটনায় আহত দুই ব্যক্তির শেবাচিমে মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫০, নভেম্বর ১৯, ২০১৮
পৃথক দুর্ঘটনায় আহত দুই ব্যক্তির শেবাচিমে মৃত্যু বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (ফাইল ফটো)

বরিশাল: পৃথক দুর্ঘটনায় আহত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন দুই ব্যক্তি মারা গেছেন।

তারা হলেন- বরগুনার বেতগী উপজেলার হোসনাবাদ এলাকার মৃত গঞ্জে আলীর ছেলে আইয়ুব আলী (৭০) ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রাজাপুর এলাকার মৃত হামিদ খন্দকারের ছেলে নুরুল ইসলাম (৫০)।

সোমবার (১৯ নভেম্বর) সকালে হাসপাতালের ওয়ার্ড আবুল কালাম উভয়ের মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এরআগে শুক্রবার (১৬ নভেম্বর) তিনি উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে গুরুতর আহতাবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি হন আইয়ুব আলী। পরে রোববার (১৮ নভেম্বর) দিনগত রাতে অর্থো-সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অপরদিকে রোববার দুপুরে বাকেরগঞ্জের রহমগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হন নুরুল ইসলাম। সোমবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের সার্জারি ইউনিটে তার মৃত্যু হয়।

বাংলা‌দেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ন‌ভেম্বর ১৯, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।