ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

রাজধানীতে পৃথক ঘটনায় ২ নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৯, নভেম্বর ১৯, ২০১৮
রাজধানীতে পৃথক ঘটনায় ২ নারীর মৃত্যু

ঢাকা: রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ নভেম্বর) ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর রেলস্টেশন) বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির এসআই নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, ভোরে কুড়িল বিশ্বরোড এলাকার রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৩৫) এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর ঠিকানা জানার চেষ্টা চলছে।

তবে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এদিকে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বাংলানিউজকে জানান, রোববার দিনগত মধ্যরাতে রামপুরার পূর্ব হাজিপাড়া বউ বাজার এলাকার ভাড়া বাসা থেকে নুপুর আক্তার (২২) নামে এক গৃহবধূর গলায় ওড়না পেচানো মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া পর মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, পরকীয়ার সন্দেহ ও পারিবারিক কলহের জের ধরে রিকশাচালক দুলাল তার স্ত্রীকে হত্যা করেছে। এ ঘটনায় ঘাতক দুলালকে সোমবার ভোরে তার গ্রামের বাড়ি শেরপুর থেকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।