ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় ইয়াবাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৫, নভেম্বর ১৭, ২০১৮
গাইবান্ধায় ইয়াবাসহ আটক ২ ইয়াবাসহ আটক দুই মাদকবিক্রেতা

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলায় ১০০০ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১৭ নভেম্বর) দুপুরে গাইবান্ধা-নাকাইহাট সড়কের রামচন্দ্রপুর ইউনিয়নের তরফকাল দুয়ারীমোড় থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার কুমারগাড়ী ইউনিয়নের আশরাফ চৌধুরীর ছেলে শ্যামল চৌধুরী (৩২) ও সাদুল্লাপুর উপজেলার পাতিলাকুড়া গ্রামের আমান উদ্দিন ব্যাপারীর ছেলে মহসিন আলী (৪৫)।

র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, আটক ওই দুই মাদকবিক্রেতার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।