ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

পলাশবাড়িতে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৬, নভেম্বর ১৬, ২০১৮
পলাশবাড়িতে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়িতে শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় ইজিবাইকে থাকা এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ইজিবাইকচালক।

শুক্রবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের খাদ্য গুদাম সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিফজুল আলম মুন্সি বাংলানিউজকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস পলাশবাড়ির খাদ্য গুদাম এলাকায় ব্যাটারি চালিদ একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকে থাকা এক বৃদ্ধার মৃত্যু হয়। এ সময় আহত হন ইজিবাইকের চালক। তাকে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।