ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

বরিশালে নানা আয়োজনে নবান্ন উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০০, নভেম্বর ১৬, ২০১৮
বরিশালে নানা আয়োজনে নবান্ন উৎসব বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাসসহ অন্যরা উৎসবের উদ্বোধন করছেন। ছবি: বাংলানিউজ

বরিশাল: নানা অায়োজনের মধ্যে দিয়ে বরিশালে পালিত হয়েছে বাঙালির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব।

বুধবার (১৫ নভেম্বর) বিকেলে নগরের সার্কিট হাউজের জেলা প্রশাসক মঞ্চে এ উৎসব অনুষ্ঠিত হয়।  

বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস এ উৎসবের উদ্বোধন করেন।

পরে সেখানে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মোশারফ হোসেন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, নাট্যজন সৈয়দ দুলালসহ জেলা ও বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উৎসবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠানের আটটি স্টলের মাধ্যমে ঐতিহ্যবাহী নবান্ন পিঠা উৎসব আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
এমএস/এপি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।