ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

সিলেটে মাজার জিয়ারত করলেন শিরীন শারমিন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৬, নভেম্বর ১৪, ২০১৮
সিলেটে মাজার জিয়ারত করলেন শিরীন শারমিন মাজার জিয়ারত করতে সিলেটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ অন্যরা, ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটে তিন মাজার জিয়ারত করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বুধবার (১৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে প্লেনযোগে তিনি সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে পৌঁছান। এরপর হযরত শাহজালাল (র.), হযরত শাহপরান (র.) ও হযরত গাজী বুরহান উদ্দিনের (র.) মাজার জিয়ারত করেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, স্পিকার কেবল মাজার জিয়ারত করতে এসেছেন। সফরকালে তিনি আর কোনো অনুষ্ঠানে যোগদান করবেন না।  

রাত ৮টার দিকে পুনরায় তিনি প্লেনযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।